গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস
রংপুর
সেবাপ্রদান প্রতিশ্রুতি (Citizen`s Charter) |
১. ভিশন ও মিশন
ভিশন: রংপুর বিভাগের পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশী নাগরিকদের আন্তরিকভাবে পাসপোর্ট সেবা এবং এ বিভাগে অবস্থানরত বিদেশীদের বাংলাদেশ গমনাগমন/ অবস্থানের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধি ও
দেশত্যাগের অনুমতি প্রদান এবং অফিসের অবকাঠামোগত উন্নয়ন।
মিশন: রংপুর বিভাগে বসবাসরত বাংলাদেশী নাগরিদেরকে বিধি মোতবেক সহজ ও দ্রুততম সময়ে নির্ভূল পাসপোর্ট প্রদান এবং বিদেশী নাগরিকদের কে ভিসার মেয়াদ বৃদ্ধি, NVR ও দেশত্যাগের
অনুমতি প্রদানের মাধ্যমে পাসপোর্ট ও ভিসার গ্রহণ যোগ্যতা বৃদ্ধি করা ।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
|
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান |
|
||||||||||||||||||||||||||
|
|
|
১) অনলাইনে /অফলাইনে (PDF) পূরণকৃত আবেদন ১ কপি, উল্লেখ্য হাতে লেখা আবেদন গ্রহণযোগ্য নয়। ২) ১ (এক) কপি জাতীয় পরিচয়পত্র (NID-২০ বছরের ঊর্ধে) অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (BRC-১৮ বছরের নিন্মে) ; ১৮-২০ বছরের বয়সীদের ক্ষেত্রে NID/BRC প্রযোজ্য হবে। অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছরের কম) যাদের NID নাই, তার পিতা / মাতা’র জাতীয় পরিচয়পত্র (NID) প্রযোজ্য হবে। উল্লেখ্য যে NID/BRC এর মূল কপি প্রদর্শন বাধ্যতামূলক; ৩) পাসপোর্ট ফি জমাদানের এ/ই-চালান কপি।
ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রদর্শিত মূল অনাপত্তি সনদ (NOC) ১ সেট আবেদন ফরg ১ (এক) কপি জাতীয় পরিচয়পত্র (NID-২০ বছরের ঊর্ধে) ১৮-২০ বছরের বয়সীদের ক্ষেত্রে NID/BRC প্রযোজ্য হবে। ৬) সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ভরশীল (১৫ বছরের কম বয়সী) সন্তানের ক্ষেত্রেঃ ১ সেট আবেদন ফরম ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রদর্শিত মূল অনাপত্তি সনদ(NOC) ডিজিটাল জন্ম নিবন্ধনের (BRC) ফটোকপি পিতা / মাতা‘র জাতীয় পরিচয়পত্র (NID) প্রযোজ্য হবে। ৭) কেবলমাত্র অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ভরশীল স্বামী/স্ত্রী‘র ক্ষেত্রেঃ ১ সেট আবেদন ফরম; ১ সেট জাতীয় পরিচয় পত্র অবসর আদেশ/পেনশন বইয়ের ফটোকপি এক্ষেত্রে অবসর আদেশ/পেনশন বইয়ের মূল কপি প্রদর্শন বাধ্যতামূলক; ৮) দত্তক/ অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত আদেশ।
|
|
উপপরিচালক ফোনঃ 01733393389 ইমেইল
|
||||||||||||||||||||||||||
|
|
অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। |
পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবিসহ আবেদন ফরম। পাসপোর্ট, সর্বশেষ বৈধ ভিসা I AvMgb wm‡ji ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক রশিদ, ওয়ার্ক পারমিট, নিরাপত্তা Qvoপত্র, এবং সংশ্লিষ্ট সংস্হা/মন্ত্রণালয়/প্রতিষ্ঠানের সুপারিশপত্র ইত্যাদি।
মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। বাংলাদেশে আবেদনকারীদের জন্য ফিস (১৫% ভ্যাট সহ) বাংলাদেশি পাসপোর্টের ফি
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস